প্রায় দেড় মাস বন্ধের পর দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে (ছবি: সংগৃহীত)
শিক্ষা

ক্লাসে ফিরল কোমলমতি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারি ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে প্রায় দেড় মাস বন্ধের পর দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হয়েছে।

বুধবার (২ মার্চ) সকালে ক্লাসে ফিরেছে প্রাথমিকের কোমলমতি শিক্ষার্থীরা।

প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের সশরীরে ক্লাস হবে সপ্তাহে ছয় দিন। তবে প্রাক-প্রাথমিক বিদ্যালয় এখনোও বন্ধই থাকছে। করোনার পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে প্রাক-প্রাথমিক খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল হক জানান, অন্তত আরও দুই সপ্তাহ করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। তারপর প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা হবে।

অপরদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, সব বিদ্যালয় দুই পালায় চলবে। তবে কোনো সমাবেশ করা যাবে না। একান্ত প্রয়োজন ছাড়া অভিভাবকদের বিদ্যালয়ে আসতে নিরুৎসাহিত করতে হবে। টিকা দেওয়া ছাড়া কোনো শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারবেন না।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। সে বছরের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। তারপর দীর্ঘ ১৮ মাস শেষে গত বছর সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তবে নতুন করে করোনার সংক্রমণ বারায় গত ২১ জানুয়ারি আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: জুনে এসএসসি ও আগস্টে এইচএসসি

এ ছুটি শেষ হলে গত ২২ ফেব্রুয়ারি আবারও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তবে প্রাথমিকের ছুটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। প্রাথমিক বিদ্যালয়গুলো প্রথমে ১ মার্চ খোলার ঘোষণা দেওয়া হলেও সেদিন পবিত্র শবেমেরাজ হওয়ায় তা এক দিন পিছিয়ে আজ খোলা হয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা