মেহেদী হাসান সাকিব, বশেমুরবিপ্রবি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ‘দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ স্লোগানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বশেমুরবিপ্রবির শিক্ষার্থী ধর্ষণ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয়।
আরও পড়ুন: বেলারুশকে আমেরিকার হুঁশিয়ারি
মঙ্গলবার (১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ৩ জন রক্তদাতা শিক্ষার্থী রক্ত দেয়।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, গোপালগঞ্জের মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করলেও আমরা আমাদের নৈতিকতা রেখে যাব। রক্তদানের মতো মহৎ কাজ করে যাব।
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা থেকে এক ব্যক্তি রক্ত নিতে আসে। রক্তদানের এমন উদ্যোগকে তিনি প্রশংসা করে বলেন, এ ধরনের কাজ চলমান থাকুক।
আরও পড়ুন: এবার পুতিনের পাশে কিম
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে রক্ত দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অনন্যা রহমান (A+), মার্কেটিং বিভাগের এমবিএ শিক্ষার্থী সৈয়দ আকিব (AB+) ও এসিসিই বিভাগের মাস্টার এর শিক্ষার্থী মাহাদি (B+)।
সান নিউজ/এমকেএইচ