জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয়: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দীনের নাটক ‘স্বপ্নরমণীগণ’ মঞ্চায়িত করেছে থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
বুধবার (৯ ফেব্রুয়ারী) রাত ৮ টার দিকে নাটকটি থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের স্টুডিও হলে মঞ্চস্থ হয়। নাটকটির পরিবেশনাকালে নির্দেশনায় ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ফারজানা নাজ স্বর্ণপ্রভা এবং সার্বিক সহযোগীতায় ছিলেন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আল জাবির।
জানা গেছে, ৩০ মিনিট ধরে মঞ্চায়িত এই নাটকটিতে অভিনয় করেন তৃপ্তি রাণী রায়, রাফেল আফ্রাদ, শাকিল মিয়া, সুমাইয়া খান কানিজ, মোঃ শাকিল আহমেদ, মনীষা সাহা, জাফরিন হক, পিপাসা সাহা গৌরী, সাদিয়া ইসলাম নাহিদা, নমিত কুমার রায়, পরাগ বর্মণ, ফাতেমা তুজ যাহরা, ফারহান আহমেদ, আফিয়া জাহান প্রার্থনা, পল্লব বিশ্বাস, হাবিবা আক্তার পিংকি, ইসরাত জাহান সাদিয়া, মোঃ শাহীন আলম, সামিয়া সুলতানা, কুশ কুমার সাহা, লাবণী রাণী পন্ডিত, ফারহানা আম্বেরীন লিওনা, প্রিয়াংকা রানী দাশ।
নাটকটির নির্দেশক ফারজানা নাজ স্বর্ণপ্রভা বলেন, ‘অভিনেতার প্রস্তুতি কোর্সের বাচিকের অংশ হিসেবে আমরা বেছে নিয়েছি নাট্যাচার্য সেলিম আল দীন রচিত ‘স্বপ্নরমণীগণ’। ‘স্বপ্নরমণীগণ’ পাঠ অভিনয়টি পরীক্ষা প্রযোজনা হিসেবে উপস্থাপনের জন্য প্রস্তুতকালে মূলত রচয়িতার ভাবনাকে ধারণ করবার চেষ্টা করেছি।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘স্বপ্নরমণীগণ’ পাঠকালে, আমি ভীষণ বিস্ময়ে লক্ষ্য করি বর্তমান সময়েও একই বাস্তবতা বিদ্যমান আর তাই রচয়িতার অনুভবে সমান্তরাল অনুভূতি টের পাই। আর এজন্যই পাঠ অভিনয়ের জন্য নির্বাচন করি ‘স্বপ্নরমণীগণ’।
সান নিউজ/এমকেএইচ