খোরশেদ আলম, রাবি: ট্রাক চাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেল হত্যাকাণ্ডের শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাতে সমিতির সভাপতি অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস ও সম্পাদক অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহানের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ যে সকল দাবি প্রশাসনের কাছে উত্থাপন করেছে শিক্ষক সমিতি সেগুলো সমর্থন করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সব দাবি মেনে বাস্তবায়নের আশ্বাস দিয়েছে শিক্ষার্থীদের গ্রহণযোগ্য সকল দাবি পদ্ধতিগতভাবে দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানায়।
শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকবৃন্দদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে উত্তাল ও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ একসাথে এই পরিস্থিতির মোকাবেলা করেছে। সহনশীলতা, সংবেদনশীলতা ও যৌক্তিকবোধের প্রয়োগ ঘটিয়ে তারা যেভাবে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছেছেন সারা দেশে তা প্রশংসিত হয়েছে।
সান নিউজ/এমকেএইচ