নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পুলিশি অ্যাকশন হয়েছে, এটি দুঃখজনক। অনেক শিক্ষার্থী আহত হয়েছে। যে কারণে তারা আন্দোলন করেছে, সেই সকল দাবির পক্ষে আমরাও। আমরা এই সমস্যার সমাধান করবো। শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। তাদের সব দাবি-দাওয়া বাস্তবায়ন করবো। তারা অনশন ভেঙেছেন, এজন্য তাদের সাধুবাদ জানাচ্ছি।
বুধবার (২৬ জানুয়ারি) শাবিপ্রবি ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজধানীর হেয়ার রোডে নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতি আমার আস্থা আছে। আমি মনে করি, আমার প্রতিও তাদের আস্থা রয়েছে। নিশ্চয় তারা আন্দোলন প্রত্যাহার করে নেবেন।
আরও পড়ুন: অনশন ভাঙল শিক্ষার্থীরা
শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ভিসির পদত্যাগ অন্য বিষয়। তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেন। তিনি পদত্যাগ করলেই তো সমস্যার সমাধান হবে না। এক ভিসি যাবেন, আরেক ভিসি আসবেন। সমস্যার জায়গায় সমস্যা থেকে যাবে।
অজ্ঞাত আসামি করে মামলার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগে যা হয়ে গেছে, তা তো হয়েই গেছে। আমরা সামনে এগিয়ে যেতে চাই। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ক্ষতি হোক সেটা আমরা চাই না। মামলার ফলে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না।
আরও পড়ুন: শাবি ভিসির পদত্যাগ দাবিতে ইবি শিক্ষকের মৌন প্রতিবাদ
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার সবাই একপক্ষ। এখানে দুইপক্ষ বলে কিছু নেই। আন্দোলনে থাকা শিক্ষার্থীরা মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন। তারা একটু গুছিয়ে উঠুক। তারা চাইলে কিছুদিন পর আমরা সেখানে যেতে পারি। শিক্ষার্থীরা চাইলে আমরা যে কোনো সময় তাদের সঙ্গে বসবো।’
সান নিউজ/এমকেএইচ