বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: দেশের অন্যান্য সব শিক্ষা প্রতিষ্ঠানের মতন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে খোলা থাকবে আবাসিক হল।
শুক্রবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একাডেমিক কাউন্সিল সূত্রে জানা যায়, অনলাইনে ক্লাস-পরীক্ষা চলমান থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দুপুর ২টা পর্যন্ত অফিস চলবে। স্নাতক প্রথমবর্ষের ভর্তি কার্যক্রম চলমান থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে অনলাইনে ক্লাস-পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সীমিত পরিসরে অফিস চলবে।
সাননিউজ/জেএস