নিজস্ব প্রতিবেদক: করোনার বর্তমান পরিস্থিতিতে আগামী ২ সপ্তাহ দেশের সব স্কুল-কলেজ বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর মহাখালীতে শুক্রবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরে করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে এ তথ্য দেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার সংক্রমণ কিছুটা কমে আসায় আমরা স্কুল-কলেজ, অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করেছিলাম। এখন দেখা যাচ্ছে, স্কুল-কলেজে সংক্রমণের হার বাড়ছে। শিক্ষার্থীরা অসুস্থ হয়ে হাসপাতালে ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যাচ্ছেন। এটা খুবই আশঙ্কাজনক। এ অবস্থায় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দুই সপ্তাহ আমরা স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, প্রতিদিন আক্রান্তের হার বাড়ছে। ১১ দফা দেওয়ার পরেও সাধারণ মানুষ তা মানছে না। এভাবে আক্রান্তের হার বাড়তে থাকলে হাসপাতালের বেড খালি থাকবে না। তাই বইমেলা, স্টেডিয়াম কিংবা পর্যটন এলাকায় গেলে অবশ্যই সকলকে সঙ্গে করে টিকা কার্ড নিয়ে যেতে হবে।
তিনি জানান, পরিস্থিতি বুঝে সকল শিক্ষা প্রতিষ্ঠান আবারও খুলে দেওয়ার বিষয়ে দুই সপ্তাহ পর সিদ্ধান্ত নেওয়া হবে।
সাননিউজ/এমআর