কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লাকসাম উপজেলায় পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষকের সবাই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিক্ষকদের করোনা আক্রান্তের খবরে আতঙ্ক বিরাজ করছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।
শিক্ষকদের করোনা আক্রান্ত হওয়ার খবরে বিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন লাকসাম উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।
শিক্ষা কর্মকর্তা বলেন, 'স্কুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। স্কুলের অন্যান্য কর্মচারী ও শিক্ষার্থীদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে।’
পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শম্পা রানী মোবাইল ফোনে বলেন, ‘প্রথমে আমি আক্রান্ত হয়েছি। আমার স্বামীরও করোনা পজেটিভ। পরে আরও দুই শিক্ষক করোনায় আক্রান্ত হয়। এরপর অন্যান্য শিক্ষকদের টেস্ট করালে সবাই শনাক্ত হয়।’
সান নিউজ/জেএস