২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ১ এপ্রিল আয়োজন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ডা. এ কে এম আহসান হাবীব বলেন, ১ এপ্রিল মেডিকেলের ভর্তি পরীক্ষা হওয়ার বিষয়ে একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। এটি এখনও চূড়ান্ত না হলেও সবাই এটিকে উপযুক্ত সময় মনে করছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১ এপ্রিলই পরীক্ষা হবে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, সোমবার (১৭ জানুয়ারি) মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
প্রসঙ্গত, দেশে সরকারি ও বেসরকারি সর্বমোট ১০৭টি মেডিকেল কলেজ আছে। এর মধ্যে সর্বমোট আসন সংখ্যা ১০হাজার ৬৯৭টি। যার মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন আছে ৪ হাজার ৩৫০টি ও বেসরকারি ৭০টি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৩৪৭টি।
সাননিউজ/এমএসএ