নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সোমবার (১০ই জানুয়ারি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) স্কিল ডেভেলপমেন্ট ক্লাব এর ২০২২-২৩ কার্য বছরের জন্য ৩য় কমিটি'র স্ট্র্যাটিজিক বডি ঘোষণা করা হয়েছে।
মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের আজিজুল হাকিম পাভেলকে প্রেসিডেন্ট ও একই বিভাগের আবু হাইসাম হিমেল কে জেনারেল সেক্রেটারি (ইন্টার্নাল), মনিরুল ইসলামকে জেনারেল সেক্রেটারি (এক্সটার্নাল) করে ২০২২-২৩ সালের এক্সিকিউটিভ কমিটি’র ৯ সদস্য বিশিষ্ট স্ট্যাটিজিক বডি ঘোষণা করা হয়।
৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য’রা হলেন-
ট্রেজারার- কানিজ ফাতেমা মিমু, ডিজিটাল ব্র্যান্ড স্ট্র্যাটিজিস্ট- সাজ্জাদ হোসেন, জয়েন্ট সেক্রেটারি- সঞ্জয় কুমার ঘোষ ও নুসরাত জাহান তিনা,অর্গানাইজিং সেক্রেটারি - সোহেল সাদমান ইসলাম ও লুৎফুল নাসিফ (পুলক) ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের লক্ষ্যে ২০১৮ সালের ১৩ মার্চ ২০০ এর বেশি শিক্ষার্থী নিয়ে জাককানইবি স্কিল ডেভেলপমেন্ট ক্লাব যাত্রা শুরু করে। স্পোকেন ইংলিশ, সিভি রাইটিং যোগাযোগ দক্ষতা, সফট স্কিল, কূটনৈতিক চর্চাসহ সামাজিক, সৃষ্টিমূলক বিভিন্ন কাজ করে যাচ্ছে ক্লাবটি।
সান নিউজ/জান্নাত জাহান জুঁই/এনএএম