নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, টিকা নিতে শিক্ষার্থীদের নিবন্ধন লাগবে না। ভর্তি ফরম, রেজিস্ট্রেশন বা আইডি দিয়ে শিক্ষার্থী প্রমাণ হলেই টিকা দেয়া হবে। সোমবার (১০ জানুয়ারি) সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা এখন শিক্ষা প্রতিষ্ঠা বন্ধ করবো না। সারা দেশে শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হচ্ছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে ১২ থেকে ১৮ বয়সী ৪৪ লাখ শিক্ষার্থীদের টিকার প্রথম ডোজ দেয়া সম্পন্ন হবে।
তিনি আরও বলেন, আমরা যেহেতু আমারা পুরো জনগোষ্ঠীকে করোনা পরীক্ষা করতে পারিনি। তাই আমরা যখন পরিস্থিতি বিবেচনা করে বুঝতে পারবো, বন্ধ করে দেওয়া দরকার তখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে।
শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ থেকে এক সিদ্ধান্ত আসে ১২ তারিখের পর এক ডোজ টিকা ছাড়া যেনো কেউ স্কুলে না আসে। সেটি ১২ তারিখ থেকে কার্যকর হবে। যারা টিকা নেবে না, তারা বাসায় বসে ক্লাস করবে।
তিনি আরও বলেন, দেশে ১২ থেকে ১৮ বছর বয়সী মোট শিক্ষার্থী ১ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৩২২ জন। এর মধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৪৪ লাখ, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪ লাখ ১৯ হাজার ৫৫৪ জনকে। মোট টিকা দেওয়া হয়েছে ৪৮ লাখ ১৯ হাজার ৫৪৪ জনকে। ৭৫ লাখ ৫৪ হাজার ৬০৬ জনের প্রথম ডোজ বাকি আছে।
সান নিউজ/এমকেএইচ