শিক্ষা

কড়া সম্প্রদায়ের প্রথম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লাপোল

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয়: ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কড়া সম্প্রদায়ের লাপোল কড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে ১৫ তম হয়েছেন। এর আগে এই সম্প্রদায়ের কেউ মাধ্যমিকের গন্ডি পেরোতে পারেনি।

জানা গেছে, বাংলাদেশে কড়া সম্প্রদায় প্রায় বিলুপ্তির পথে। দিনাজপুরের বিরল উপজেলায় ২৪ পরিবার এবং সদর উপজেলার ঘুঘুডাঙ্গায় ৪টি পরিবারসহ কড়া সম্প্রদায়ের মাত্র ২৮ টি পরিবার টিকে আছে। এর সদস্য সংখ্যাও নেই বললেই চলে। মাত্র ১০৪ জন সদস্য নিয়ে এই সম্প্রদায় এখন বাংলাদেশে বিরাজ করছে।

ব্যবহারিক পরীক্ষার পর প্রকাশিত চূড়ান্ত মেধাতালিকায় দেখা যায়, লাপোলের অবস্থান ১৫তম। তিনি এসএসসি পরীক্ষায় জিপিএ-৩.৩৩ এবং এইচএসসিতে ৩.৫৮ পেয়ে উত্তীর্ণ হন। বৃহস্পতিবারের ব্যবহারিক পরীক্ষায় ১০০-এর মধ্যে ৯০ পেয়েছে লাপোল।

ভর্তি পরীক্ষার ফলাফল পেয়ে উচ্ছ্বসিত লাপোল কড়া জানান, প্রতিদিন সূর্যোদয় দেখি কিন্তু আজকে অনুভূতি হচ্ছে যেন জীবনের সূর্যোদয় হয়েছে! প্রতিটি বিশ্ববিদ্যালয় ভর্তিযোদ্ধার কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স হওয়ার পর এমনই অনুভূতি হয়, অনিশ্চিত অন্ধকার, কালো রাত পেরিয়ে যেনো নতুন এক সূর্যোদয় দেখছি। এই সূর্যোদয় কোনো প্রাকৃতিক সূর্যোদয় নয়, জীবনে সফলতার সূর্যোদয়। যে মহৎ আত্মার ব্যক্তিগণ আমাকে এই সফলতার জন্য সাহায্য করেছেন, তাঁদের সবাইকে আমি আমার আত্মার আত্মীয়তা স্বীকার করছি এবং হৃদয় নিংড়ানো অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

থিয়েটার অ্যান্ড পারফমেন্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান আল-জাবির বলেন, ‘লাপোল কড়া তার ব্যবহারিক পরীক্ষায় পারফরম্যান্সের মাধ্যমে আমাদের বিচারকদের মন জয় করেছেন। তিনি যদি ভর্তি হোন তাহলে সর্বাত্মকভাবে সহযোগিতা করবো। কড়া সম্প্রদায় যেখানে বিলুপ্তির পথে, সেখানে লাপোল কড়ার বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন কড়া সম্প্রদায়কে আগামীতে সাহস যোগাবে। ওর সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।’

প্রসঙ্গত, লাপোল কড়া বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের রাঙ্গন গ্রামের রতন কড়ার ছেলে। কড়াদের মধ্যে লাপোলই প্রথম গতবছর এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে অংশ নেন। ওই সম্প্রদায়ের ১০৪ জন সদস্যের মধ্যে লাপোল স্থানীয় রাঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী, হালজায় উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও বোর্ড হাট মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করেন।

জানা গেছে, সমাজের কাছে নিরাপত্তাহীনতায় থাকা দিনাজপুরের বিরলে আদিবাসী কড়া সম্প্রদায়ের মানুষ নিঃসংকোচ এবং নিরাপদ জীবনযাপনের অধিকার চায়। উচ্ছেদের হুমকিতে থাকা কড়া সম্প্রদায়ের ১৮ পরিবারের অসহায় মানুষগুলো যেন এদেশে বসবাসের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে, সবসময় তাদের দিন কাটছে আতঙ্কে। কিন্তু লাপোল কড়ার মতো শিক্ষার্থীরা যদি এভাবে নিজেদের বিকশিত করে তুলে তাহলে তাদের এই লড়াই সহজ হয়ে যাবে। তাদের মধ্যে আতঙ্কও বিরাজ করবে না। লাপোল কড়ার মতো শিক্ষার্থীরা দেশ ও সমাজকে পরিবর্তন করে আলোর মুখ দেখাবে বলে বিশ্বাস করেন বিশিষ্টজনরা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিগগিরই দেশে ফিরছেন খালেদা জিয়া , অপেক্ষায় তারেক!

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলতি মাসেই দেশে ফিরতে পারেন ব...

ইয়েমেন ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসরায়েলে, পড়ল সৌদিতে

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র...

‘আওয়ামী লীগের পলাতক নেতাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে’

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী...

নীলফামারী হাসপাতালের তত্বাবধায়কের অপসারণ চেয়ে ৭২ ঘন্টার আল্টিমেটাম

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বি...

যুদ্ধের মধ্যে ইসরায়েল ছেড়েছেন ১৭০০ ধনকুবের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ২০২৩ সাল...

পূবাইলে হাত-পা বেঁধে ফ্ল্যাট বাসায় ডাকাতি

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় ফ...

এসএসসির প্রশ্ন নিয়ে খুশি শিক্ষার্থীরা, প্রথমদিনের পরীক্ষা শেষ 

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিনের পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল)...

ফিলিস্তিনিদের নিয়ে জাতিসংঘ বিশেষজ্ঞের সতর্কতা যা জানা গেলো

গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আক্রমণ এবং পশ্চিম তীরে নিপীড়ন থেকে ফিলিস্তিনি...

লাল গালিচায় ক্ষেপলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সিলেটের এয়ারপ...

বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি কেউ চায় না: জয়শঙ্কর

বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না এবং এটা তাদের ডিএনএতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা