নিজস্ব প্রতিনিধি, জাবি: সর্বোচ্চ শিক্ষা ক্ষেত্রে দেশের একমাত্র আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হল ও আ ফ ম কামালউদ্দিন হল সংলগ্ন ঝুকিপূর্ণ মসজিদ পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে জাবি শাখা ছাত্র ইউনিয়ন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) জুমার নামাজের পর মসজিদ সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাবি ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইমরান নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে বাংলাদেশ ছাত্রফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মী ছাড়াও এ সময় জুমার নামাজ পড়তে আসা শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে একাত্মতা পোষণ করে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, এখানে যে দাবিগুলো তোলা হয়েছে সবগুলোই যৌক্তিক। আমিও চাই দ্রূত সময়ের মধ্যে মসজিদটি নির্মাণ করা হোক।
মানববন্ধনে দর্শন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিহান বলেন, ‘মসজিদের ফাটল দিন দিন বড় হচ্ছে। সবাই আতঙ্কে আছি, কখন এটি ধসে পড়ে। মুসল্লীরা মনোযোগ দিয়ে নামাজ আদায় করতে পারছে না। আমরা চাই মসজিদটি অতি দ্রুত পুনর্নির্মাণ করা হোক।
জাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রাকিবুল হক রনি বলেন, ১৯৯০ সালে মসজিদটি তৈরি করা হয়। তার ঠিক এক বছর পরই প্রথম ফাটল দেখা দেয়। গত চার-পাচঁ বছর ধরে আমরা নতুন মসজিদ ভবন নির্মাণে বার বার দাবি তুলেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু আশ্বাস দিয়েই সময় ক্ষেপণ করছে। আমরা দাবি জানাচ্ছি একমাসের মধ্যে নতুন ভবনের কাজ শুরু করতে হবে। অন্যথায় আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
সান নিউজ/এমকেএইচ