নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় জনসাধারনের বিশৃঙ্খলা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন।
আখতারুজ্জামান বলেন, শৃঙ্খলা ও ব্যবস্থাপনার উন্নয়ন না ঘটলে আমাদের অনেক বড় বড় অর্জনও হোঁচট খাবে। যেমন আজকেই লক্ষ্য করলাম এখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে এখানকার ব্যবস্থাপনায় চরমভাবে ঘাটতি রয়েছে। এগুলো জনভোগান্তি বাড়ায় এবং অর্জনগুলোকে অনেক সময় পেছনের দিকে ঠেলে দেয়।
নতুন প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, শৃঙ্খলা অনুসরণের পাশাপাশি তা মেনে চলতে হবে। ব্যবস্থাপনার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।তাহলে সমাজের অনেকগুলো অর্জন অর্থবহ হবে।
সাননিউজ/ এএএ