নিজস্ব প্রতিনিধি, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সহকারী প্রক্টর পদে নতুন চার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত একটি আদেশে আগামী তিন বছরের জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়।
নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরণজিত মহলদার, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাকিমুল হক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইকা কবির নিতু, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকির হোসেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক চারজন সহকারী প্রক্টরের মেয়াদ পূর্ণ হয়েছে। এই চারজনের স্থলে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. পুরণজিত মহলদার, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাকিমুল হক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাইকা কবির নিতু, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকির হোসেনকে আগামী তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো। বৃহস্পতিবার দুপুরের দিকে এই চার শিক্ষক তাদের পদে যোগদান করেন।
সান নিউজ/এমকেএইচ