নিজস্ব প্রতিবেদক: গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেয়ার দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।
সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ভাড়া বৃদ্ধি পাওয়ায় বাস ভাড়া বৃদ্ধি করে সরকার। এই সুযোগে গণপরিবহন মালিকরা রাজধানীতে চলাচলকারী বাসগুলোর হাফ ভাড়া বন্ধ করে দেয়। ফলে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে সড়ক অবরোধ করে হাফভাড়া দাবি করে আসছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বাসে হাফ ভাড়া দিলে চালকরা হাফ ভাড়া নিতে চায় না। চালক-সহকারী মিলে শিক্ষার্থীদের নানাভাবে নির্যাতন করে।
বিজ্ঞান কলেজের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, দীর্ঘদিন হাফ ভাড়া দিলেও হঠাৎ করে তারা (মালিক-চালক-সহকারী) এখন হাফ ভাড়া নিতে চায় না। তারা প্রতিনিয়ত আমাদের শারিরীকভাবে নির্যাতন করছে।
তিনি আরও বলেন, সরকার থেকে হাফ ভাড়া নিশ্চিত করে প্রজ্ঞাপন দেয়ার আগ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।
সান নিউজ/এফএইচপি