নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান (১৭) নিহতের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর সিতওয়াত নাঈমকে আহ্বায়ক এবং মহা-ব্যবস্থাপক (পরিবহন) বিপুল চন্দ্র বিশ্বাস ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) আনিছুর রহমানকে সদস্য করে ৩ সদস্যের কমিটি গঠন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
তদন্ত কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
কমিটিকে দুর্ঘটনার কারণ সবিস্তারে উত্থাপন ও দোষী ব্যক্তিদের চিহ্নিত করতে বলা হয়েছে। একইসাথে ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো যায়, সেজন্য সংশ্লিষ্ট দপ্তরে সুপারিশ করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার (২৪ নভেম্বর) দুপুর পৌনে বারোটায় রাজধানীর গুলিস্তান হল মার্কেটের সামনে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যু হলে বিকেল তিনটা থেকে মতিঝিল, গুলিস্তান সড়ক অবরোধ করে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
নটরডেম কলেজের নিহত শিক্ষার্থীর জানাজায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের অংশ নেয়ার কথা রয়েছে।
সান নিউজ/এফএইচপি