নিজস্ব প্রতিবেদক:
২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এবার দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
এই খাতে এবার ৩৩ হাজার ১১৭ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে, যা বর্তমান ২০১৯-২০ অর্থবছরে ছিল ২৯ হাজার ৬২৪ কোটি টাকা।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সংসদের অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। এটি দেশের ৪৯তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট।
সান নিউজ/ আরএইচ