শিক্ষা

দেড় ঘণ্টা বসিয়ে রেখে স্থগিত হলো পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের স্নাতক শ্রেণির সমাজবিজ্ঞান বিভাগের চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা থাকলে দেড় ঘণ্টা পর স্থগিত ঘোষণা করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের পরীক্ষার হলে বসিয়ে রাখা হয়। বুধবার (২৭ আগস্ট) সাত কলেজের কয়েকটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, রুটিন অনুযায়ী বুধবার সাত কলেজের স্নাতক ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের ‘রাজনৈতিক তত্ত্ব পরিচিতি’ (পত্র কোড ১০৭) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে পরীক্ষাকেন্দ্রে গেলে প্রশ্ন পাওয়ার পর দেখা দেয় বিপত্তি। রুটিনে দেওয়া বিষয় ও বিষয় কোডের সঙ্গে হাতে পাওয়া প্রশ্নের বিষয় ও বিষয় কোডের মিল থাকলেও ভেতরের প্রশ্নের সঙ্গে এ বিষয়ের কোনো সম্পর্ক নেই। এ সময় শিক্ষার্থীরা পরীক্ষার হলে কর্তব্যরত শিক্ষককে জানালে তারা প্রশ্ন নিয়ে নেন। এরপর শিক্ষার্থীদের পরীক্ষার হলে দেড় ঘণ্টা পর্যন্ত বসিয়ে রাখা হয়। একপর্যায়ে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

চূড়ান্ত পরীক্ষায় প্রশাসনের দায়িত্বহীন এমন কাণ্ডে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঢাকা কলেজের স্নাতক ১ম বর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহসান আহমেদ বলেন, ঢাকা কলেজের পরীক্ষাকেন্দ্র ছিলো ইডেন মহিলা কলেজে। দুপুর ১২টায় আমাদের পরীক্ষা শুরু হয়। এরপর প্রশ্ন হাতে পেয়ে দেখি সাবজেক্ট কোড মিল থাকলেও প্রশ্নের সঙ্গে আমাদের সাবজেক্টের প্রশ্নের কোনো মিল নেই। পরে দায়িত্বরত শিক্ষককে জানানো হলে তিনি আমাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে নেন এবং আমাদের বসে থাকতে বলেন। প্রায় দেড় ঘণ্টা পর আমাদের জানানো হয় আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার তারিখ পরে জানানো হবে। এ ঘটনায় আমরা বিস্মিত।

সরকারি তিতুমীর কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী হাফিজুল বলেন, আমাদের পরীক্ষাকেন্দ্র ছিল সরকারি বাঙলা কলেজে। আমরা খাতার সব তথ্য পূরণ করার পর নির্দিষ্ট সময়ে প্রশ্নও পাইনি। প্রায় এক ঘণ্টা চল্লিশ মিনিট পর আমাদের জানানো হয় আজকের পরীক্ষা স্থগিত। এভাবে শিক্ষার্থীদের হয়রানির কোনো মানেই হয় না।

ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন বলেন, আমরা এ সমস্যার কথা জেনেছি। আমাদের শিক্ষার্থী যারা ইডেন মহিলা কলেজে পরীক্ষা দিতে গিয়েছিল তাদের এমন একটি সমস্যা হয়েছে। ঢাকা কলেজ কেন্দ্রে এ কোডের পরীক্ষা ছিল না। এখানে কোনো পরীক্ষা স্থগিত হয়নি।

সমাজবিজ্ঞান বিভাগের নন-মেজর পরীক্ষার বিষয় কোড ভুল হওয়ায় এ সমস্যা হয়েছে বলে জানান সাত কলেজের সমন্বয়ক (ভারপ্রাপ্ত) ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। তিনি বলেন, একটি বিষয় কোড ভুল হয়েছিলো। যার কারণে যে বিষয়ের পরীক্ষা সেই প্রশ্ন কেন্দ্রেই আসেনি৷ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কমিটির সঙ্গে যোগাযোগ করে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে সিদ্ধান্তে পৌঁছাতে সময় লেগেছে। তাই শিক্ষার্থীদের অপেক্ষা করতে বলা হয়েছিলো। আমরা পরবর্তীতে পরীক্ষাটি নিয়ে নেবো।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃত...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

সাগরে লঘুচাপ সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছ...

ফের বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা...

ফের হারলো সাকিবের দল

স্পোর্টস ডেস্ক : আবুধাবির টি-টেন টুর্নামেন্টে ফের হারের মুখ...

নোয়াখালীতে দুই গৃহবধূর লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর...

ঢাকাবাসীকে নিরাপদ রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক : ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা