নিজস্ব প্রতিবেদক: গত বছরের তুলনায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। এছাড়া বেড়েছে ১৫১ প্রতিষ্ঠান ও ১৬৭ কেন্দ্র। চলতি বছরের ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।
বুধবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটায় শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি জানান, সারাদেশের তিন হাজার ৬৭৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া পরীক্ষায় বিদেশ থেকে আট কেন্দ্রে ৪২৯ জন শিক্ষার্থী পরীক্ষার অংশগ্রহণ করবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, ২৯ হাজার ৩৫ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। তার মধ্যে নয়টি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা হলো ১৮ লাখ ৯৯৮ জন। আর তিন লাখ এক হাজার ৮৮৭ জন দাখিল পরীক্ষায় অংশ নেবে।
সান নিউজ/এমকেএইচ