নিজস্ব প্রতিনিধি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেয়ার ঘটনায় শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে অভিযুক্ত করেছে তদন্ত কমিটি। এর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের অভিযুক্ত এই শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার সুপারিশও করেছে কমিটি।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২৬ সেপ্টেম্বর সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের পরীক্ষা ছিল। পরীক্ষা হলে প্রবেশপথে অভিযুক্ত শিক্ষক ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেন।
এদিকে, শিক্ষক ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কার চেয়ে ২২ অক্টোবর রাত আটটা থেকে দ্বিতীয় দফায় আন্দোলন ও আমরণ অনশনে নামেন শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে অভিযুক্ত শিক্ষকের বিষয়ে সিন্ডিকেট সভায় কোনও সিদ্ধান্ত না নেয়ায় আবারও আন্দোলন শুরু করেন তারা।
সান নিউজ/এমকেএইচ