রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ‘ঘ’ ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) সকাল এগারোটায় শুরু হয় এ পরীক্ষা চলবে দুপুর সাড়ে বারটা পর্যন্ত।
ঢাবির উক্ত ইউনিট পরীক্ষায় রাবি কেন্দ্রে ভর্তি যুদ্ধে অংশ নিচ্ছেন ১২ হাজার এক জন পরীক্ষার্থী।
'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের (জিপিএ) ওপর ২০ নম্বর নির্ধারণ করা হয়েছে। এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য আলাদা আলাদাভাবে ৪৫ মিনিট করে সময় নির্ধারিত ।
উল্লেখ্য, এবছরই প্রথম ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা। গত ১ অক্টোবর ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এ ভর্তি যুদ্ধ। ২ অক্টোবর ‘খ’ ইউনিট, ৯ অক্টোবর ‘চ’ ইউনিট এবং ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সান নিউজ/এমএইচ