রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে বেলা এগারোটায় শুরু হয়ে দুপুর সাড়ে বারোটায় শেষ হয় এ পরীক্ষা ।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ঢাবির ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. এম হুমায়ুন কবীর জানান, ‘গ’ ইউনিটে পরীক্ষার্থী ছিলেন এক হাজার ৮২৪ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন এক হাজার ৪৭৫ জন। ৩৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি। এই হিসাবে উপস্থিতির হার ৮০ দশমিক ৮৭ ও অনুপস্থিতির হার ১৯ দশমিক ১৩ শতাংশ।
উল্লেখ্য, গত ১ ও ২ অক্টোবর যথাক্রমে ‘ক’ এবং ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর ‘চ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়। আগামীকাল শনিবার ‘ঘ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার এক জন অংশ নেবেন।
সান নিউজ/এমএইচ