নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শৃঙ্খলা ভঙ্গ, সংঘর্ষের প্ররোচনা ও মিথ্যা অভিযোগের দায়ে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার (১৮ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
চবির প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, গত চারদিনের ঘটনায় দুই পক্ষের অভিযোগ, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় ১২ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা বিশ্ববিদ্যালয় ও হলে অবস্থান করতে পারবে না।
সান নিউজ/এমএইচ