নিজস্ব প্রতিবেদকঃ সকল ধর্মের লোকদের মধ্যে বন্ধন জোরদার করতে মাদ্রাসা শিক্ষকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান। তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধ, দেশপ্রেম ও পারস্পরিক শ্রদ্ধা নিয়ে মাদ্রাসা শিক্ষকদের কাজ করতে হবে।
রোববার (১৭ অক্টোবর) সকালে অনলাইনে যুক্ত হয়ে মাদ্রাসা শিক্ষকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
সচিব বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দেখে ষড়যন্ত্রকারীরা সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টায় অপপ্রচার চালাচ্ছে। মাদ্রাসা শিক্ষকদের এ বিষয়ে শুধু সচেতন হলেই চলবে না তাদেরকে সঠিক নেতৃত্ব দিতে হবে।
এ সভায় দেশের ৩০০টি মাদ্রাসার শিক্ষক যুক্ত হয়ে অংশগ্রহণ করেন।
সান নিউজ/এমএইচ