নিজস্ব প্রতিবেদক: করোনা আক্রান্ত হার কমায় শিক্ষা প্রতিষ্ঠান খোলায় পরীক্ষা সময়সূচি নির্ধারণ করে শিক্ষা মন্ত্রনালয়। ফলে ২০২১ সালের এসএসসি পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
করোনার কারণে এ বছরের নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত পরীক্ষা পেছানো হয়েছে। পরে পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা ১৪ নভেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এসএসসির তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২৩ নভেম্বর।
ইতোমধ্যে পরীক্ষা নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও রুটিন প্রকাশ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হলো।
সাননিউজ/ জেআই