নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষকদের নির্দেশে প্রতিষ্ঠান ত্যাগ করার আগে নিজ শ্রেণিকক্ষ ও বারান্দা শিক্ষার্থীদের পরিষ্কার করতে হবে। সপ্তাহে ছয়দিন ছয়টি দল পর্যায়ক্রমে শ্রেণিকক্ষ ও বারান্দা পরিষ্কার করবে।
শুক্রবার (৮ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারিকৃত এই নির্দেশনা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, গত ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার রাখা জরুরি। এক্ষেত্রে শিক্ষার্থীরা শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ শ্রেণিকক্ষ এবং তৎসংলগ্ন বারান্দা পরিষ্কার করবে।
সান নিউজ/এমএইচ