নিজস্ব প্রতিবেদক: করোনায় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আগামী ১৭ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) তে শরীরে ক্লাস শুরু হতে যাচ্ছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে একাডেমিক কাউন্সিলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিজ্ঞান অনুষদের ডিন আবদুস সামাদ বলেন, আগামী ১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের সশরীরে ক্লাস শুরু হবে। তবে কোনো বিভাগে সশরীরে ক্লাস নেয়া সম্ভব না হলে বা তারা কোনো সমস্যা দেখলে অনলাইনে ক্লাস নেবে।
এর আগে ১৬ তারিখের মধ্যে সকল শিক্ষার্থীকে টিকা নিতে হবে। সশরীরে ক্লাস নেয়ার ক্ষেত্রে যেসব বিভাগের শিক্ষার্থী কম, তারা স্বাস্থ্যবিধি মেনে একসাথে ক্লাস নেবে। আর যেসব বিভাগে শিক্ষার্থী বেশি তাদের কয়েক শিফটে ক্লাস নিতে হবে, যেন স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় থাকে।
পরীক্ষার সময় ও নম্বর অর্ধেকে কমিয়ে এনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে হচ্ছে। সশরীরে পরীক্ষার ক্ষেত্রে এ নিয়ম থাকবে কি না জানতে চাইলে আবদুস সামাদ বলেন, এটা পরিবেশ, পরিস্থিতির ওপর নির্ভর করছে। ডাবল ডোজ টিকা নেয়ার পরও অনেক শিক্ষার্থী আক্রান্ত হওয়ার নজির আছে।
সে ক্ষেত্রে কোনো শিক্ষার্থীর যদি আগে থেকে করোনা হয়ে থাকে এবং তাকেসহ সে বিভাগের শিক্ষার্থীদের কোনো রুমে তিন বা চার ঘণ্টা একসাথে রাখা হয়, তখন সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই পরীক্ষার সময় কমিয়ে রাখা হলে শিক্ষার্থীরা দ্রুত চলে যেতে পারবে।
দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো। গত মঙ্গলবার সকাল ৮টায় খুলে দেয়া হয় হল।
দরজা খুলতেই ভেতরে প্রবেশে হুমড়ি খেয়ে পড়েন আগে থেকেই গেটের সামনে অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা। ফুল, মিষ্টি, চকলেট দিয়ে তাদের বরণ করেন হলের হাউস টিউটর ও কর্মকর্তারা।
হলে প্রবেশের আগে শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেয়ার সনদ ও বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখাতে হয়।
সাননিউজ/ জেআই