নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ সোমবার (৪ অক্টোবর)। সকাল সাড়ে নয়টায় বিজ্ঞান অনুষদভুক্ত 'সি' ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে এবারের পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত।
প্রতি আসনের বিপরীতে লড়াই করছে ৩১ জন ভর্তিচ্ছু। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা গেছে, তিনটি ইউনিটে প্রতিদিন তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের শিফটে সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত চলবে পরীক্ষা। এ ছাড়া পরের দুইটি শিফট হলো, দুপুর বারোটা থেকে একটা এবং বিকেল তিনটা থেকে চারটা।
দ্বিতীয় দিন মঙ্গলবার 'এ' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী (বুধবার) 'বি' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা। নৈর্ব্যক্তিক পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জালিয়াতির বিষয়ে আমরা খুবই সতর্ক।
সান নিউজ/এফএইচপি