নিজস্ব প্রতিনিধি, খুলনাঃ সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের হলসমূহ খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সিন্ডিকেটের সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২১৫ তম (জরুরি) সভা শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন তিনি এ কথা বলেন।
সিন্ডিকেটের সচিব জানায়, সোমবার (১৮ অক্টোবর) থেকে মাস্টার্স ও স্নাতক ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা এবং ২৬ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের আবাসিক শিক্ষার্থীদের পর্যায়ক্রমে হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে। হলে ওঠার আগে আবাসিক শিক্ষার্থীদের পরিচয়পত্র, টিকা গ্রহণের সনদ/রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি স্ব স্ব হলে জমা দিতে হবে।
সান নিউজ/এমএইচ