নিজস্ব প্রতিবেদক: ২০২১ সালের এইচএসসি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে সরকার। আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। এছাড়া ১৪ নভেম্বর থেকে এসএসসি অনুষ্ঠিত হবে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা রুটিন প্রকাশ করে। এ পরীক্ষাও শুরু হবে ১৪ নভেম্বর থেকে, চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এছাড়া ২০২১ সালের এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে চলবে ২৩ নভেম্বর পর্যন্ত।
প্রসঙ্গত, সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষা শুরু হলেও এ বছর করোনার এ পাবলিক পরীক্ষা নভেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে নেয়ার ঘোষণা দেয় সরকার।
সান নিউজ/এমকেএইচ