নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ২০২১ সালের দাখিল পরীক্ষার সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে ২১ নভেম্বর শেষ হবে।
মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এই সূচি প্রকাশ করা হয়। সাধারণত এসএসসি ও সমমানের পরীক্ষার দিন থেকেই দাখিল পরীক্ষা শুরু হয়ে আসছে। কিন্তু এসএসসি বা সমমানের অন্য পরীক্ষার সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। নভেম্বরের মাঝামাঝি থেকেই এসএসসি পরীক্ষা শুরু হবে বলে আগেই জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। ১৪ নভেম্বর কুরআন মজিদ ও তাজবিন, পদার্থ বিজ্ঞান এবং ১৮ নভেম্বর হাদিস শরীফ পরীক্ষা হবে। ২১ নভেম্বর ইসলামের ইতিহাস, রসায়ন, তাজভিদ নসর ও নজম, তাজভিদ পরীক্ষা হবে।
নির্দেশনায় বলা হয়, করোনার কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার সময় এক ঘণ্টা ৩০ মিনিট। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করতে পারবে।
সাননিউজ/এমআর