নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতির কারণে এখনই উচ্চ মাধ্যমিক-এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার (৩১ মে) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা এইচএসসি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিলাম। করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।
মন্ত্রী বলেন, পরীক্ষা নিতে হলে গণপরিবহন পুরোপুরি চালু হতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে না। এর ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যাবে। শিক্ষার্থীদের ঝুঁকিতে ফেলা কোন ভাবেই সম্ভব নয়। এ কারণে এই মুহূর্তে পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না।
পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত আমরা এইচএসসি পরীক্ষা নিতে পারছি না। যখনই মনে করব পরীক্ষা নেওয়ার পরিস্থিতির তৈরি হয়েছে তখনই আশা করি দু’সপ্তাহের সময় দিয়ে পরীক্ষার জন্য ব্যবস্থা করবো।
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীরা যাতে করোনায় আক্রান্তিত না হয় সেজন্য এখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা হবে না।