নিজস্ব প্রতিবেদক: গতবারের মত এবারও পঞ্চম এবং অষ্টম শ্রেণীর সমাপনী পরীক্ষা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কেননা প্রতি বছর এই সময়ে পরীক্ষা নেয়ার প্রস্তুতি শেষ করলেও এবছর তেমন কিছু দেখা যাচ্ছে না।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বর মাস থেকেই কার্যক্রম শুরু হয়। পরীক্ষার প্রশ্নপত্র তৈরি, কেন্দ্র নির্ধারণী নানাবিধ সিদ্ধান্ত হয়। কিন্তু এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি জেএসসি ও জেডিসি কেন্দ্র নির্ধারণ। এবার ।
এদিকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সরাসরি শ্রেণীকক্ষে পাঠদান করাচ্ছে না। সপ্তাহে একদিন শ্রেণিকক্ষে পাঠদান করা হচ্ছে।
তাছাড়া জাতীয় শিক্ষাক্রমের খসড়া রূপরেখা অনুযায়ী নতুন কারিকুলামে পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল করা হয়েছে। সব মিলিয়ে এবারের দুই সমাপনী বাতিল হতে পারে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সমাপনী পরীক্ষা নেওয়া হয়। প্রতিবার সেপ্টেম্বরের মধ্যে এ সংক্রান্ত কার্যক্রম শুরু হলেও এবার এখনো কোন নির্দেশনা পাইনি। তাই এখনো কিছু বলা যাচ্ছে না। তবে পরীক্ষা হলে এতদিনে অবশ্যই নোটিশ করা হতো।
সান নিউজ/এমএইচ