নিজস্ব প্রতিবেদক: পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রেফতারের প্রায় ১৭৩ দিন পর জামিন পেয়েছেন ছাত্র অধিকার পরিষদের ২০ নেতাকর্মী। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম।
রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে এই জামিন আদেশ দেন। জামিন আবেদনকালে আদালতে উপস্থিত ছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ। গ্রেফতারকৃতরা মোদিবিরোধী আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছিলেন।
তারা হলেন, মো. ইউনুস, নাজমুল হাসান, নাহিদুল তারেক, মো. নাইম, আসাদুজ্জামান, আজহারুল ইসলাম, সোহেল মৃধা, মোস্তাক আহমেদ, আজিম হোসেন, মো. রুহুল ইসলাম সোহেল, আব্দুল্লাহ আল মাহমুদ জিশান, মো. সোহেল আহমদ, শেখ খায়রুল কবির, সবুজ হোসেন, হোলাম তানভীর, মো. হেমায়েত, ইসমাইল হোসেন, মো. রেজাউল করিম, মুনতাজুল ইসলাম ও কাজী বাহাউদ্দীন মনির।
সান নিউজ/এমকেএইচ