নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করা হবে। একইসঙ্গে যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশেষ নজর রাখা হবে।
উপাচার্যদের সঙ্গে বৈঠক করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠক বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলো খোলার পর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য কর্তৃপক্ষ কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করতে হবে। এছাড়া ক্যাম্পাসের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা সংশ্লিষ্টদের নজরদারি থাকতে হবে। তবে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্ন হয় এমন কিছুই হবে না।
সান নিউজ/এমএইচ