নিজস্ব প্রতিবেদকঃ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোভিড- ১৯ টিকার আওতায় আনার জন্য একটি ওয়েব লিংক চালু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে এই লিংক ব্যবহার করে কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
ইউজিসি বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) কোভিড-১৯ টিকা নিবন্ধনের জন্য এই লিংকটি (https://univac.ugc.gov.bd) চালু করেছে।
যারা এখনও টিকার জন্য নিবন্ধন করেনি আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে তারা এই লিংক ব্যবহার করে টিকার নিবন্ধন সম্পূর্ণ করতে হবে।
যাদের শিক্ষার্থীর জন্মনিবন্ধন সনদ নেই তাদেরকে দ্রুত সময়ের মধ্যে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করতে আহ্বান জানিয়েছে ইউজিসি।
এক্ষেত্রে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের জন্মনিবন্ধন সনদ প্রদান করতে অনুরোধ করেছে ইউজিসি।
সান নিউজ/এমএইচ