নিজস্ব প্রতিবেদকঃ প্রায় দেড় বছরের অপেক্ষা। সুনির্দিষ্টভাবে বললে ১৭ মাস ২৪ দিন। আরও সুনির্দিষ্টভাবে বললে ৫৪৩ দিনের বিরতিতে আটকে গিয়েছিল শিক্ষাপ্রতিষ্ঠান। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে রোববার (১২ সেপ্টেম্বর) সারাদেশে খুলছে স্কুল-কলেজ।
রাজধানীর বিভিন্ন স্কুলে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের আগমন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাজসাজ রব বিরাজ করছে। শ্রেণিকক্ষে প্রবেশের আগে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়ায়। অনেক স্কুলে শিক্ষার্থীদের ফুল ও মাস্ক উপহারের মাধ্যমে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। স্কুলগুলোতে সকাল ৮টার আগেই শিক্ষার্থীরা নতুন স্কুল ড্রেস পরে অভিভাবকের হাত ধরে উপস্থিত হতে দেখা গেছে।
এদিকে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে স্কুল খোলার কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, অভিভাবকরা স্কুলের প্রাঙ্গনে ভীর না করে সেদিকে খেয়াল রাখতে হবে।
সান নিউজ/এমএই