নিজস্ব প্রতিবেদক: স্কুল, কলেজ, মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষককে ৬ মাসের বেশি সময় সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। ৬ মাসের বেশি সময় বরখাস্ত করা হলে সে আদেশ আপনা-আপনি বাতিল গণ্য হবে বলেও উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি এন ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ রায় দেয়।
মাগুরার স্কুল শিক্ষক বাদশা মিয়া দীর্ঘ ১৪ বছর যাবত সাময়িক বরখাস্ত থেকে এ রিট করেন।
রিটের পক্ষে অ্যাডভোকেট মো. হুমায়ুক কবির ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
হুমায়ুক কবির বলেন, আগে বেসরকারি শিক্ষকদের সাময়িক বরখাস্তের নির্ধারিত মেয়াদ ছিলো না। এখন তা হলো। তবে পূর্ণাঙ্গ রায় হাতে পেলে সব পরিষ্কার করে বলা সম্ভব হবে।
তিনি জানান, মাগুরা উপজেলার সদরের বাহারবাগ মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. বাদশা মিয়াকে অতিরিক্ত বেতন নেয়ার অভিযোগে ২০০৭ সালে সামরিক বরখাস্ত করা হয়। দীর্ঘদিন এ অভিযোগের নিষ্পত্তি না করায় ২০১৭ সালে বাদশা মিয়া হাইকোর্টে রিট করেন। পরে আদালত রুল জারি করেন। বৃহস্পতিবার এই রুল নিষ্পত্তি করে দিলেন।
সান নিউজ/এফএআর