নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয়গুলো আগামী ১৫ অক্টোবরের পর খোলার নির্দেশনা ছিল। এদিকে আগামী ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন উপাচার্যরা চাইলে আলোচনা সাপেক্ষে স্কুল-কলেজের সাথেই বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর সিদ্ধান্ত আসতে পারে বলে জানানো হয়েছে।
আগামীকাল রোববার (৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে আবারো আলোচনায় বসা হবে বলে শুক্রবার (৩ সেপ্টেম্বর) জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি জানান, উপাচার্যরা চাইলে ১২ সেপ্টেম্বর অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাথেই বিশ্ববিদ্যালয় খুলতে পারেন। অথবা অন্য কোনো তারিখও নির্ধারণ করা যেতে পারে।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর দফায় দফায় ছুটি বাড়ানো হয়। সর্বশেষ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে ছুটি।
সান নিউজ/এমএইচ/জেআই