নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন করোনা মহামরির কারণে বন্ধ থাকার পর অবশেষে ১২ সেপ্টেম্বর থেকে খুলছে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু পূর্ব ঘোষিত এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে হচ্ছে, তা নিয়ে পরীক্ষার্থীদের মাঝে শঙ্কা দেখা দিয়েছে।
এর আগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) এসএসসি-এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে চাঁদপুরে একটি স্কুল উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ীই হবে।
এসএসসি নভেম্বরে ও ডিসেম্বরে হবে এইচএসসি পরীক্ষা। এক্ষেত্রে আমরা যে অ্যাসাইনমেন্ট দিয়েছি সেখান থেকেই প্রশ্ন করা হবে। অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের সিলেবাস শেষ করা হচ্ছে।
সান নিউজ/এনএএম/এমকেএইচ