নিজস্ব প্রতিবেদক: করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মেডিক্যাল কলেজ খোলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
তিনি বলেন, আগামী ১৩ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ পর্যায়ে প্রাথমিকভাবে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে।
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদকে জানিয়েছেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করার আহ্বান জানিয়েছেন।
সান নিউজ/এমএইচ