নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তম আ্যসাইনমেন্ট প্রকাশ করেছে। মঙ্গলবার (৩১ আগস্ট) থেকে এই আ্যসাইনমেন্ট কার্যক্রম শুরু হবে।
রোববার (২৯ আগস্ট) মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবির চৌধুরীর স্বাক্ষর করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় আরও জানানো হয়, করোনা মহামারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরোপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনতে সপ্তম সপ্তাহের পদার্থবিজ্ঞান, ইংরেজি, পৌরনীতি ও সুশাসন, যুক্তিবিদ্যা, অর্থনীতি, হিসাব বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিষয়ের আ্যসাইনমেন্ট মূল্যায়ন রুবিক্সসহ প্রণয়ন করা হয়েছে।
করোনার কারণে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে এসব কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
সাননিউজ/এমআর