নিজস্ব প্রতিবেদক: “এসো গাই বিদ্রোহের গান, রুখে শিক্ষা বাণিজ্য, বাঁচাই শিক্ষাঙ্গন” এই স্লোগানকে ধারণ করে আগামী ১৭ সেপ্টেম্বর ছাত্র ইউনিয়নের ৬ষ্ঠ বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সম্মেলন ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) বিকাল ৫ ঘটিকায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক কর্মি সভার মধ্য দিয়ে সম্মেলন উপলক্ষে হাসান ওয়ালী কে চেয়ারম্যান ও শাহরিয়ার অপুর্বকে আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট প্রস্ততি পরিষদ গঠন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ।
প্রস্ততি পরিষদের অন্যান্যরা হলেনঃ
যুগ্ম আহবায়কঃ ওয়ালিদ হাসান লাবু, যুগ্ম আহবায়কঃ জয়িতা বর্ষা, দপ্তর উপপরিষদ আহবায়কঃ আকরাম হোসেন, যুগ্ম আহবায়কঃ ফাহিম অথৈ,অর্থ উপপরিষদ আহবায়কঃ রাকিব হাসান সুজন, যুগ্ম আহবায়কঃহাবিবুর রহমান,সংগঠন উপপরিষদঃ মাসুদ মেসবাহ, যুগ্ম আহবায়কঃ লিন্তি হাসিনা, প্রচার প্রকাশনা উপপরিষদঃ আসমাউল মুত্তাকিন সরকার, যুগ্ম আহবায়কঃ রাফি খান, মঞ্চ, সাজসজ্জা ও র্যালি উপপরিষদঃ দিয়াত মাহমুদ শাকিল, যুগ্ম আহবায়কঃ শাহরিয়ার সিফাত, খাদ্য উপপরিষদঃ আমান ফকির, যুগ্ম আহবায়কঃশাহজাহান শান্ত,সাংস্কৃতিক উপপরিষদঃউম্মে নাহেলা বর্ষা, যুগ্ম আহবায়কঃ রিয়াদ হাসান,সেচ্ছাসেবক উপপরিষদঃ মোঃ হৃদয়, যুগ্ম আহবায়কঃ জুনায়েদ হাসান,সদস্যঃ মেহেরাজ কবির, আশরাফুল ইসলাম স্রোত, শাওন বিশ্বাস, মুক্ত রেজোয়ান, সাইমুন মুবিন পল্লব, তামিম হাসান,সাইমা আক্তার ডানা, তানভির হাসান ফুয়াদ, সাকিবুল আলম তমাল,শরিফুল ইসলাম সৌরভ, অ্যানি ইসলাম, সাব্বির হাসান, রায়হান খান আকাশ, ঐশ্বর্য ইসলাম, শাহিদা খান, হাসিব হাসানসহ ৪১ সদস্য বিশিষ্ঠ প্রস্তুতি পরিষদ গঠিত হয়।
সাননিউজ/এএসএম