নিজস্ব প্রতিবেদক: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫% কর বাতিল ও দ্রুত সময়ের মধ্যে সব শিক্ষার্থীকে ভ্যাকসিনের আওতাভুক্ত করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ।
শুক্রবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে এ দাবি জানানো হয়।
শাওন বিশ্বাস-এর সঞ্চালনায় এসময় বক্তৃতা করেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য মুক্ত রেজোয়ান, ওয়ালিদ হাসান লাবু, রাকিব হাসান সুজন প্রমুখ।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু বলেন, ‘করোনার সময়ে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। এর মাঝেই আমরা দেখতে পেয়েছি আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অনলাইন ক্লাসের আয়োজন। আমরা বলেছি আমাদের দেশের সব শিক্ষার্থী নেটওয়ার্ক কাভারেজে নেই, সব শিক্ষার্থীর অনলাইন ক্লাস উপযোগী ডিভাইস নেই। আমরা সবসময় বলেছি শিক্ষার আর্থিক দায়ভার সরকারকে বহন করতে হবে। সরকার চাইলে শিক্ষক, শিক্ষার্থীদের জন্য করোনাকালীন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করতে পারতেন। আমরা বলতে চাই শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন প্রদান করে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।’
সাননিউজ/এএসএম