নিজস্ব প্রতিবেদক: এ বছর এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে ৩১ আগস্ট পর্যন্ত। বুধবার (২৫ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সময়সীমা ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। একইসঙ্গে এসএমএস পাওয়ার পর শিক্ষার্থীদের ফি পরিশোধের সময়সীমা বাড়ানো হয়েছে ৪ সেপ্টেম্বর পর্যন্ত।
এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থীদের ফরম পূরণ ব্যর্থ হলে প্রতিষ্ঠান প্রধানকে তা বহন করতে হবে। এছাড়া ঢাকার আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষককে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
সাননিউজ/এমআর