নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারি বিএম কলেজের শিক্ষার্থীরা।
স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের পরীক্ষার সেশন চার্জ ও রেজিস্ট্রেশন ফিসহ কলেজ থেকে নির্ধারিত ফি মওকুফের দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বুধবার (১১ আগস্ট) সকালে বিএম কলেজের প্রশাসনিক ভবনের সামনের সড়ক অবরোধ করে এক ঘণ্টা বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে সড়কে যান চলচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানান, করোনাকালে দীর্ঘ দুই বছর ধরে কলেজ বন্ধ। অথচ কলেজ কর্তৃপক্ষ সেমিনার, স্কাউট, শিক্ষা সফর, ম্যাগাজিনসহ বিভিন্ন খাতে ফির নামে টাকা ধার্য করেছে। যা বর্তমানে শিক্ষার্থীদের পক্ষে দেওয়া সম্ভব না। এই অবস্থায় বাড়তি ফি মওকুফ করে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় নির্ধারিত ফি নির্ধারণের দাবি শিক্ষার্থীদের। দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়।
সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ করার সত্যতা নিশ্চিত করে সরকারি বিএম কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া বলেন, ‘আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের আশ্বস্ত করেছি- শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এজন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাদের দাবি তুলে ধরবো।’
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষর আশ্বাসে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয়। বিএম কলেজ রোডের যানবাহন চলাচল এখন স্বাভাবিক আছে।
সান নিউজ/ এমবি