মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
শিক্ষা প্রকাশিত ২৬ জুলাই ২০২১ ১৩:৫১
সর্বশেষ আপডেট ২৬ জুলাই ২০২১ ১৩:৫২

রাবিতে জাতীয় জীববিজ্ঞান উৎসব শুরু

নিজস্ব প্রতিনিধি, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী আরইউএসসি জাতীয় জীববিজ্ঞান উৎসব শুরু হয়েছে। ‘জীবনের আমন্ত্রণে এসো মিলি প্রাণের উৎসবে’ শ্লোগানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় উৎসবটির আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব।

সোমবার (২৬ জুলাই) উৎসবের প্রথম দিন বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় শুরু হওয়া ‘প্রয়োজন নয়, উন্নয়নই বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী’ প্রতিপাদ্যে ফাইনালে মুখোমুখি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুটি দল।

বিতর্কে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক নোমান সুমন। বিচারক হিসেবে ছিলেন রাবি রসায়ন বিভাগের অধ্যাপক ড. তারিকুল হাসান, সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জহুরুল ইসলাম মুন, ঢাবির সার্জেন্ট জহুরুল হক হল ডিবেট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ আরমান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি ইশতেহার আলী বলেন, ‘উৎসবের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৭ জুলাই) দুপুর ২টা থেকে শুরু হবে বায়োলজি অলিম্পিয়াড। অনুষ্ঠান উদ্বোধন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলাম।

প্রধান অতিথি থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিজ্ঞান লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহা পরিচালক মুনীর চৌধুরী।

এছাড়া পপুলার সায়েন্স টক অংশে প্রধান আলোচক হিসেবে থাকবেন স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট অ্যান্ড বায়োলজি বিভাগের অধ্যাপক ড. হাসিনা খান।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানালো মুক্তিজোট

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জ...

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল অবরোধ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ...

নীলফামারীতে বাংলাদেশ স্কাউটস দিবস অনুষ্ঠিত

‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ প্...

বগুড়ায় খুন করে হাসপাতালে রেখে গেল লাশ

বগুড়ার শেরপুরে পরকীয়ার জেরে কাবিল হোসেন (৪০) নামের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা