নিজস্ব প্রতিবেদক: বিদেশে গমনেচ্ছুক শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাক্সিনের আবেদন সংগ্রহের জন্য যে গুগল ফর্মটি বিতরণ করা হয়েছিল কিছু অনাকাঙ্ক্ষিত প্রযুক্তিগত ত্রুটির জন্য সেই লিঙ্কটি পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া উল্লিখিত পরিপত্রের বাকি সকল শর্ত ও অনুচ্ছেদ অপরিবর্তিত থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১৩ জুলাই পরিপত্রটি জারি করেছিলো।
বৃহস্পতিবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়।
যেসকল আবেদনকারী ২১ ও ২২ জুলাই ২০২১ তারিখে উক্ত ফর্মটিতে আবেদন করতে যেয়ে ব্যর্থ হয়ে [email protected] এই ইমেইলে যোগাযোগ করেছেন, তাদেরকে এই পরিবর্তিত গুগল ফর্মটিতে পুনরায় আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। পরবর্তী আবেদনকারীদের জন্য নির্দেশনা নতুন গুগল ফর্মটি ছাড়া উক্ত পরিপত্র অনুযায়ী অভিন্ন থাকবে। নতুন ফর্মটি হচ্ছে, https://forms.gle/KPa33LddmSKFPezd7
সান নিউজ/এফএআর