শিক্ষা

কর্মহীনদের পাশে বিসিএসের নবম ব্যাচ

নিজস্ব প্রতিবেদক: মানবিক সহায়তা নিয়ে আবারও কর্মহীন দিনমজুরদের পাশে দাঁড়িয়েছে বিসিএস নবম ব্যাচ ফোরাম। ঢাকার ভাটারায় শুক্রবার ফোরামের পক্ষ থেকে ৪০০ পরিবারের জন্য মানবিক সহায়তা দেয়া হয়।

করোনাভাইরাসের উচ্চগতির সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুররা। পরিবার-পরিজন নিয়ে তারা অসহায় হয়ে পড়েছেন। এমন অসহায় মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে বিসিএস নবম ব্যাচ ফোরাম।

কর্মহীন মানুষের ৪ শ পরিবারকে দেয়া হয়েছে চাল, ডাল, তেল, চিনি, আলু, লবণ, সেমাইসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় উপকরণ। যা দিয়ে চার সদস্যের একটি পরিবারের এক সপ্তাহ চলবে বলে আশা করছেন ফোরাম নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার তত্ত্বাবধানে খাদ্য সহায়তা বিতরণে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন, পরিকল্পনা বিভাগের সচিব মো. জয়নুল বারীসহ ফোরামের অন্যান্য কর্মকর্তারা।

ত্রাণ বিতরণ শেষে আয়োজিত অনুষ্ঠানে ফোরাম নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠন ও ব্যক্তিকে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে গত ২৪ এপ্রিল ঢাকার ধোলাইপাড় এলাকায় বিসিএস নবম ব্যাচ ফোরামের উদ্যোগে কর্মহীন মানুষের জন্য মানবিক সহায়তা দেয়া হয়। তখনও চারশ পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা